একটি প্রচলিত তিক্ত ঘটনা
পরিচিত কেউ কম খরচে আপনার ওয়েবসাইট তৈরি করে দিল। ঝকঝকে নতুন ওয়েবসাইট। সাথে আপনাকে সি-প্যানেলের পাসওয়ার্ড এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড দেয়া হল। আপনি নিজে সাইটে এডিট করতে পারলেন। এরপর ওই ব্যক্তির সাথে আপনার আর তেমন কোন যোগাযোগ রইল না। ইতোমধ্যে আপনার ওয়েব এ্যাড্রেস অনেক জায়গায় ব্যাবহার করে ফেলেছেন, বিজনেস কার্ড, প্রোডাক্ট প্যাকেজিং… সব যায়গায়। অনেক পরিশ্রমের ফলে আপনার ওয়েবসাইটটি অনেক জনপ্রিয় হয়ে গেল।
এক বছর পরে ডোমেইন এবং হোস্টিং নবায়ন করার সময় বুঝতে পারলেন, হোস্টিংয়ের প্যানেল আপনাকে দেয়া হলেও ডোমেইন আপনার নামে নেয়া হয়নি। অর্থাৎ এতদিন ধরে যে ওয়েবসাইটটি আপনি পরম যত্নে এবং অনেক পরিশ্রমে চালিয়েছেন, সেই ওয়েবসাইটের ডোমেইন অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা হয়েছে।
তখন আপনার মনে পরলো, ওয়েবসাইটে ঢোকার লগইন ইনফরমেশন আপনাকে দেয়া হলেও ডোমেইনের নিয়ন্ত্রণ আপনাকে দেয়া হয়নি। এবার আপনি হন্যে হয়ে আপনার সেই ডেভেলপারকে খুঁজতে লাগলেন। তাকে হয়তো আর পাওয়া গেল না। অথবা তাকে পেলেন, কিন্তু সে বড় অংকের অর্থ চাইলো আপনার নামে মালিকানা বদলের জন্য। অবশেষে আপনি বাধ্য হয়ে টাকা পুনরায় টাকা দিলেন, অথবা অন্য কোন নতুন নাম কিনলেন।
কেন সস্তায় ওয়েবসাইট তৈরি করবেন না?
ওয়েব ডেভেলপমেন্ট একটি মহৎ ও সৃজনশীল পেশা। নিঃসন্দেহে ওয়েবে যে সকল কাজ পাওয়া যায়, তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি এবং এর পারিশ্রমিকও বেশি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এর দৃশ্যপট সম্পূর্ণই আলাদা। এখানে মাত্র ৯০০ টাকায়ও সম্পূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করার অফার দেয়া হয়।
এভাবে সস্তায় ওয়েবসাইট তৈরীর বাজে প্রতিযোগিতা কবে বন্ধ হবে? আদৌ কি বন্ধ হবে? মাত্র ১৫০০ টাকায় ৫ জিবি হোস্টিং ও একটি টপ লেভেল ডোমেইনসহ ওয়েবসাইট যখন অফার করা হয়, তখন এর কোয়ালিটি সম্পর্কে বোঝার আর বাকি থাকে না।
ইন্টারন্যাশনাল মার্কেটে একটি ডট কম ডোমেইনের মূল্য গড়ে প্রায় ৯৫০ টাকা। এটা অফার মূল। আর অফার ছাড়া একটি ডট কম ডোমেইনের মূল্য প্রায় ১২০০ টাকা পর্যন্ত দাঁড়ায়। সেখানে ২০০ টাকায় ডট কম ডোমেইন দিলে আপনাকে বুঝতে হবে তার কোয়ালিটি সম্পর্কে। আপনার ডেভেলপার আপনাকে কোন থার্ড পার্টি থেকে ডোমেইন কিনে দিচ্ছে না তো? মনে রাখুন, এসকল ডোমেইন ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অন্তত ৯০ শতাংশ।
আপনি যদি কোন কোয়ালিটি ডোমেইন হোস্টিং প্রোভাইডারের থেকে ভালো মানের হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে ৫ জিবি হোস্টিংয়ের খরচ ৫০০০ টাকা বা তার বেশিও হয়েও থাকে। সেখানে ডোমেইন, হোস্টিং, প্রিমিয়াম ডিজাইন সবকিছু এতো সস্তায় যারা দিচ্ছে, তারা কীভাবে পারছে কিংবা কী দিচ্ছে সেই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করুন।
এবার জানুন আমাদের সার্ভিস
সাধারণ একটি ওয়েবসাইট তৈরির জন্য আমরা ৮ হাজার টাকা নিয়ে থাকি। বিনিময়ে আমরা যে সার্ভিস দেই:
- আপনার নিজের নামে ডোমেইন রেজিস্ট্রেশন করা
- ভালো ব্র্যান্ডের হোস্টিং সার্ভিস দেয়া
- আপনাকে কন্ট্রোল প্যানেল বুঝিয়ে দেয়া
- ওয়েবসাইট পরিচালনায় পারদর্শী না হলে আপনাকে শিখিয়ে দেয়া।
একটি ওয়েবসাইট আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। তাই, ইনভেস্ট করার আগে এর ভালোমন্দ যাচাই না করলে ক্ষতি আপনারই। চটকদার বিজ্ঞাপন কিংবা অতিরিক্ত ডিসকাউন্ট দেখে প্রতারিত না হয়ে ভালো করে খোঁজ খবর নিন। যাচাই করুন।