আমি সারজান ফারাবী, বাংলাদেশের একজন ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড ওয়েব ডেভেলপার ও গ্রাফিক ডিজাইনার। আমি দীর্ঘ ৪ বছর ধরে দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রযুক্তগত সেবা দিয়ে আসছি। সরকারের গৃহীত পরিকল্পনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমি ব্যক্তিগত পর্যায়ে একটি আইটি ফার্ম গড়ে তুলেছি এবং এর মাধ্যমে তুলনামূলক কম খরচে আইটি সেবা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। পাশাপাশি দেশের বৃহত্তম বেকার জনগোষ্ঠীকে প্রযুক্তি শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি।
► শিক্ষা ও ক্যারিয়ার: আমি ২০১২ সালে বরিশালের সুনামধন্য কলেজিয়েট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি। বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়বাত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি ২০১৪ সালে। পরবর্তী বছর ২০১৫ সালে দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত বিএম কলেজে ইংরেজী বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হই। ২০১৯ সালে ইংরেজী সাহিত্যে স্নাতক অর্জন করে একই কলেজে এবং একই বিষয়ে তিনি স্নাতকোত্তর কোর্সে ভর্তি হই। ২০২১ সালে ইংরেজী সাহিত্যে স্নাতকত্তোর অর্জন করি।
সম্মান ও স্নাতকোত্তর অধ্যয়ন অবস্থাতেই আমি বরিশালের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় কম্পিউটার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করি। আমি বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক সময়ের বার্তায় দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্বপালন করে আসছি।
► লক্ষ্য ও উদ্দেশ্য: ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের যেমন দরকার প্রযুক্তি, ঠিক একইভাবে দরকার প্রযুক্তি ব্যবহার ও নিয়ন্ত্রণের জন্য সুদক্ষ মানবসম্পদ। আমি সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে দেশের প্রতিটি নাগরিককে প্রযুক্তিগত শিক্ষা দিতে সর্বদা নিবেদিত। আমি প্রত্যাশা করি প্রযুক্তি শিক্ষা গ্রহণ করে নিজেকে সৃজনশীল হিসেবে গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি তার নিজের ও দেশের জন্য সুফল বয়ে আনবে।